
ফাইল ছবি
নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের নামে বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে।
রোববার (২০ মে) প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী বিদ্যালয়গুলোর নাম পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
এসময় নারায়ণগঞ্জের রুপগঞ্জের বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।