
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একজন ইউপি সদস্য সহ তিনজনকে বাড়ি থেকে তুলে নিয়ে আটক করে অসহ্য নির্যাতন চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকার দিয়া গ্রামে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতংক বিরাজ করছে। কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমন কি থানায় অভিযোগ করতে পর্যন্ত ভয় পাচ্ছে।
জানা গেছে, জোকারদিয়া এলাকার একাধিক ডাকাতি মামলার আসামি এবং চিহ্নিত ডাকাত সফু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে এবং চোর ডাকাতদের নেতৃত্ব দিয়ে আসছে। তাকে কেউ পুলিশে ধরিয়ে দিতে পারে অথবা এলাকাবাসী গণপিটুনি দিতে পারে এই আশঙ্কা করে বুধবার রাতে ডাকাত সফু তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জয়নাল, এবং কামালের বাড়িতে হামলা করে। হামলাকারীরা জয়নালের দুটি, কামালের দুটি এবং জামালের চারটি গরু লুটপাট করে নিয়ে যায় এবং তাদের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা জোকার দিয়া গ্রামের ইউপি সদস্য সাত্তার, শাহাদাত এবং বাবুলকে তুলে নিয়ে সফুর বাড়িতে আটক করে অমানুষিক নির্যাতন করে।
সফু ও তার লোকজন লুট করা গরু গুলো মরদাসাদী গ্রামে নিয়ে দুটি গরু জবাই করে ভুরি ভোজ করে।
এ ঘটনার পর থেকে এলাকায় সুনসান নিরবতা ও আতঙ্ক বিরাজ করছে। ডাকাত সফু ও তার দলবল আবারো গ্রামে হামলা করতে পারে এই আশঙ্কায় নিরীহ লোকজন কাজকর্ম ছেড়ে দিয়েছে। আহতদেরকে পঙ্গু হাসপাতাল সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে এলাকাবাসী জানায়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।