মঙ্গলবার, ১৩ মে ২০২৫

|

বৈশাখ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩১, ৩১ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

বাজার মনিটরিংয়ে অভিযান

নারায়ণগঞ্জের ভুইগড় এলাকায় বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় মূল্য তালিকা না থাকায় তিনটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

শুক্রবার (৩১ মার্চ) ভুইগড় বাজারের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়, ওজন পরিমাপক যন্ত্র এবং চালান পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি না করার জন্য সচেতন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।