মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৭, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৮, ২০ জানুয়ারি ২০২৬

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফাইল ছবি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান দুপুর পর্যন্ত।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এসব স্থাপনাকে কেন্দ্র করে প্রায়ই চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে। পাশাপাশি মহাসড়কে সংঘটিত অনেক সড়ক দুর্ঘটনার পেছনেও এসব অবৈধ স্থাপনা বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সাইনবোর্ড এলাকায় যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন পরিবহনের অবৈধ কাউন্টার, গ্যারেজ, তুলার গোডাউনসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়ককে যান চলাচলের জন্য নিরাপদ রাখতে এবং অপরাধপ্রবণতা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এ অভিযানের ফলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং দুর্ঘটনা ও অপরাধের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। অভিযানে র‍্যাব, পুলিশ, ফায়ারসার্ভিসের সদস্যসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।