সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে হামলায় নারীসহ একই পরিবারের ১০জন আহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৭, ১৯ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে হামলায় নারীসহ একই পরিবারের ১০জন আহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ১০জন আহত হয়েছে।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় সন্ধ্যায় ভূক্তভোগী মো.শাহ জামাল বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় মাইনউদ্দিন মিয়ার ছেলে মো. শাহ জামালের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ি মজলিস গ্রামের কালু মিয়ার ছেলে মীর কবির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে এলাকায় একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয়দের আপোষ মিমাংসার কর্ণপাত না করে ওই জমি দখলে নেওয়ার পায়তারা করেন মীর কবির ও তার লোকজন। এ ঘটনায় উভয় পক্ষ এসিল্যান্ড অফিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁ রাজস্ব সার্কেল) মো. তৈফিকুর রহমান গতকাল সোমবার দুপুরে তদন্তের জন্য ঘটনাস্থলে যান। কিন্তু এসিল্যান্ডের সঙ্গে শাহ জামালের লোকজনকে কথা বলতে বাধা দেন। এসিল্যান্ড চলে যাওয়ার পর উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে বিকেলে মীর কবির হোসেনের নেতৃত্বে রফিক মিয়া, রতন মিয়া, সাগর মিয়া, রানা মিয়া, হাসমত মিয়া, তাদু, রমজান আলী, জুলহাস মিয়া, কালাম মিয়াসহ ১৫-২০জনের একটি দল দেশীয় অস্ত্র দা, চাপাতি, হকিষ্টিক, লোহার রড, এসএস পাইপ,লাঠিসোটা নিয়ে বাড়িঘরে অতর্কিত হামলা করে। এসময় প্রতিপক্ষের হামলায় মো.শাহ জামালের স্ত্রী তাছলিমা বেগম (৪৫), ছেলে সিফাত মিয়া (২৪), রাহাত হোসেন (১৯), চাচাতো ভাই মাসুদ মিয়া (৪৩), চাচাতো ভাইয়ের স্ত্রী টগর আক্তার (২৭) ও জুয়েল মিয়া (২৬) আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জুয়েল মিয়া নামের একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় সন্ধ্যায় সোনারগাঁ থানায় মো.শাহজামাল বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্র একটি ছুরি উদ্ধার করে।  

ভূক্তভোগী শাহ জামাল জানান, দীর্ঘ দিন ধরে তাদের পৈত্রিক সম্পত্তিতে ভোগ দখলে আছেন। হঠাৎ এ জমি মীর কবির ওই জমি নিজের দাবি করেন। পরে তাদের নামজারি বাতিলের জন্য ভূমি অফিসে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে এসিল্যান্ড নিজেই ঘটনাস্থলে তদন্তে আসেন। এসিল্যান্ডের চলে যাওয়ার পর প্রতিপক্ষরা হামলা চালিয়ে আহত করেন।

অভিযুক্ত মীর কবির হোসেন জানান, এসিল্যান্ড তদন্তে যাওয়ার পর রতন নামের এক যুবক আমার পক্ষে কথা বলার কারনে তাকে ইট দিয়ে আঘাত করে থেতলে দেয়। এ নিয়ে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁ রাজস্ব সার্কেল) মো. তৈফিকুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে আসার জন্য বলা হয়েছে। তবে হামলা বা সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন ।