শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ১৫ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৪, ২৩ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ১৫ লাখ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি স্বর্ণের দোকান, কম্পিউটারের দোকান, পার্টসের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত নেই।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত একটি টিনশেড মার্কেটে আগুন লাগে। 

স্থানীয়রা জানান, আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ আশিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার আমরা উদ্ধার করতে পেরেছি। ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।