শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২০ কোটি ৬৭ লাখ টাকার ভারতীয় শাড়িসহ চোরাকারবারিকে আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৩, ২৩ জানুয়ারি ২০২৬

২০ কোটি ৬৭ লাখ টাকার ভারতীয় শাড়িসহ চোরাকারবারিকে আটক

ফাইল ছবি

আসন্ন রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারি ও পাচারকারী চক্র। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে এমনই একটি বড় চোরাকারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

এ সময় জব্দ করা হয়েছে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও একটি কাভার্ড ভ্যান।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি টিম।

দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টায় কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি টিম ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা। আটক করা হয় এর সঙ্গে জড়িত এক পাচারকারীকে। পরে জব্দ অবৈধ মালামাল ও কাভার্ডভ্যানসহ আটক ব্যক্তিকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, এ ঘটনায় মামলাসহ যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।