বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

|

আশ্বিন ১৯ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঢাকায় প্রতিবাদ সমাবেশে রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের শো-ডাউন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৯, ১১ নভেম্বর ২০২২

ঢাকায় প্রতিবাদ সমাবেশে রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের শো-ডাউন

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকায় সংগঠনটির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিশাল শো-ডাউন করেছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে হাজারো নেতাকর্মী এ শো-ডাউনে অংশ নেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের শো-ডাউনে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

এর আগে দুপুরের মধ্যেই নেতাকর্মীরা ঢাকায় গিয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে ব্যানার, ফেস্টুন, টুপি পরিহিত অবস্থায় নানা প্রতিবাদী শ্লোগানে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। পুরো সমাবেশের সময়টাতেই নানা শ্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত রাখেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।