শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ছাত্রদলের সদস্য সচিব কারাগারে, ১০ দিনের রিমান্ডের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪৩, ২৩ নভেম্বর ২০২২

না.গঞ্জে ছাত্রদলের সদস্য সচিব কারাগারে, ১০ দিনের রিমান্ডের আবেদন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদল নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলর সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন জানানো হয়। আদালতে পরবর্তীতে রিমান্ড শুনানির দিন ধার্য্য করে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ছাড়াও সন্ত্রাস দমন আইনের আরেক মামলায় আসামি করা হয় মাসুম বিল্লাহকে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

এসময় মামলার তদন্তস্বার্থে ও আসামির কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করতে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

অভিযোগ পত্রে জানানো হয়, গত ১৮ আগষ্ট রুপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বটতলা এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর ছাত্রদল যুবদল ও বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এসময় তারা পিস্তল, ককটেল, রামদাসহ মিছিল নিয়ে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর করে।  এঘটনায় সোহেল মিয়া (২৯), আরমান (৫০), বাচ্চু মিয়া (৪৮), জাকারিয়া (২৯) গুরুতর আহত হন।

এর আগে ২২ নভেম্বর তাকে রূপগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।