শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হামলার ঘটনায় আজাদের নিন্দা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:৪৯, ২৪ নভেম্বর ২০২২

আপডেট: ০৪:৪৯, ২৪ নভেম্বর ২০২২

হামলার ঘটনায় আজাদের নিন্দা

সাইফ মাহমুদ জুয়েল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কেন্দ্রীয় বিএনপি ও ছাত্রদলের নেতাদের উপর আওয়ামীলীগ ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। 

এক বার্তায় তিনি এ ঘটনায় জন্য হামলাকারীদের চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দেন।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আড়াইহাজার বাজারস্থ হামলার স্থানেই এ ঝটিকা মিছিল করে নেতাকর্মীরা।

আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে এ ঝটিকা মিছিল হয়। এতে ছাত্রদলের পৌরসভা ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি দ্রুত হামলার প্রতিবাদে নানা স্লোগান দিয়ে চলে যায়।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আড়াইহাজার বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নেতা নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ডজনখানেক কেন্দ্রীয় নেতা।

বিকেলে এপথে তারা ফিরছিলেন ঢাকার দিকে। এসময় আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। হামলার গুরুত্বর আহন হন জুয়েল।