মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

|

চৈত্র ৫ ১৪২৯

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ব্যক্তির দায়েরকৃত মামলায় ছাত্রদলের সহ সভাপতি সুলতান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

ব্যক্তির দায়েরকৃত মামলায় ছাত্রদলের সহ সভাপতি সুলতান গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদকে এক ব্যক্তির দায়েরকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, ২০০৮ সালে এক ব্যক্তির দায়েরকৃত জিআর মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে ২০০৮ সালের দায়েরকৃত একটি জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। কোন রাজনৈতিক কারণে বা রাজনৈতিক মামলা অথবা নাশকতার বা বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়নি।