শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে আইসিটি আইন বাতিলের দাবীতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২১, ১ এপ্রিল ২০২৩

না.গঞ্জে আইসিটি আইন বাতিলের দাবীতে মানববন্ধন

মানববন্ধন

নারায়ণগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোট।

শনিবার (১ এপ্রিল) চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় সাংস্কৃতিক জোটের সমন্বয়ক রফিউর রাব্বি বলেন, আমরা এই মানববন্ধন থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে যত মামলা হয়েছে তা প্রত্যাহার করার দাবী জানাচ্ছি। পাশাপাশি স্বাধীনতাবিরোধী এই আইন বিলুপ্ত করার দাবী জানাচ্ছি। কোন সরকার কালা কানুন দিয়ে তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি। শেষ রক্ষা হয়নি।

তিনি আরও বলেন, শাসক গোষ্ঠীর তাবেদার প্রতিষ্ঠান একটা সংবাদ করল। সেটা দিয়ে তারা যুবলীগ দিয়ে মামলা করালো। প্রথম আলো বলেছে এটি দিন মজুরের বক্তব্য। ছবিটি দিয়েছে সবুজ মিয়ার। এই প্রক্রিয়াটি হল ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার একটি প্রক্রিয়া। প্রথম আলো বরাবরই শাসকগোষ্ঠী মুখোশ উন্মোচনে অগ্রভাগে ছিল। বিএনপি আমলে তারা যেমন শাসকগোষ্ঠীর মাথাব্যাথা ছিল আরও তারা শাসক গোষ্ঠীর মাথাব্যাথা। দুয়েকটি সংবাদমাধ্যম ছাড়া সব আজ শাসকগোষ্ঠীর কাছে বিক্রি হয়ে গেছে।