
মাসুকুল ইসলাম রাজীব
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, কালকে এ কর্মসূচি বানচাল করতে সরকারের অনুগত প্রশাসন ন্যাক্কারজনক ভাবে বিনা কারনে হামলা করেছে। তারপরও আপনারা এখানে এসেছেন। এটাই জাতীয়তাবাদী শক্তির প্রতীক।
শনিবার (১ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা ২০০৬ সালের পর থেকে নির্যাতনের শিকার হতে হতে এখানে এসে পৌঁছেছি। আমাদের নেত্রী দীর্ঘদিন যাবৎ কারাগারে। আমাদের দায়িত্ব আমার মাকে মুক্ত করা। সেই সাহসের পরিচয় আজ আমাদের কর্মীরা দিয়েছে।
একটি শিশু বেগম খালেদা জিয়ার সাজে সেজেছে বলে স্কুলকে উপজেলা প্রশাসন নোটিশ দিয়েছে। এতটাই হীন এ সরকার। গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে আজ আমরা অবতীর্ণ হয়েছি। গণতান্ত্রিক মূল্যবোধ নিজেদের মধ্যে ধারণ করে আমরা আন্দোলন সংগ্রামে থাকবো।
সবাই ভেবেছিল কালকের চাপ দেয়ার পরে হয়ত বিএনপি এই কর্মসূচি করবে না এটা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রমনের বহিঃপ্রকাশ। কারণ অন্যান্য দল কর্মসূচি পালন করছে সেখানে কোন বাধা নেই। আমি আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
তিনি আরো বলেন, প্রশাসন জনগণের কর্মচারী। তারা যে ব্যক্তিগত আনুগত্য প্রকাশ করছেন এটা মানুষের মধ্যে শুধু ঘৃণারই জন্ম দেয়। প্রশাসনকে বলতে চাই বিবেকবান হন। আপনাদের পরিবারও এসকল ঘটনার জন্য লজ্জিত হয়।