
আলোচনা সভা
বিএনপির সাবেক নেতা ড. অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের প্রবীন বিএনপি নেতা জামালউদ্দিন কালু।
শুক্রবার (২৬ মে) মাসদাইরের মজলুম মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৈমূরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে অনেক কিছু এডভান্স বলি। আমি আরেকটা কথা বলতে চাই। অচিরেই তৈমূর আলম খন্দকারের বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, আমরা দলের মধ্যে কোন দ্বিধা বিভক্তি চাই না। আমরা চাই সকলে একসাথে কাজ করুক। এতে সকলেরই শক্তি বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, আজ শহীদ জিয়া যদি অনুমতি না দিতেন তাহলে আজ আওয়ামী লীগ থাকত না। তিনি বাকশাল ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন।