
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি হবার পর থেকেই জেলার ইউনিট ছাত্রদলের কমিটিগুলো জমা দেয়ার জন্য বার বার কেন্দ্র থেকে বলা হলেও সংগঠনটির একাংশের কালক্ষেপনসহ নানা কারণে জমা দিতে পারেনি সংগঠনটি। এ নিয়ে বিরক্ত কেন্দ্র শেষতক কড়া নির্দেশনা দেয়ার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) কেন্দ্রে জেলা ছাত্রদলের ইউনিটগুলোর খসড়া কমিটি জমা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া। এসময় বিভিন্ন ইউনিটের নেতারা তার সাথে উপস্থিত ছিলেন।
এদিকে কমিটি জমা দেয়ার আগে দফায় দফায় বৈঠকের চেষ্টা করে ও বার বার বসেও কমিটি প্রস্তুত করতে রাজি করানো যায়নি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনকে। তারা অদৃশ্য ইশারায় জেলা ছাত্রদলের ইউনিট কমিটি দিতে নারাজ। এ কারণে কেন্দ্রের কড়া নির্দেশনা ও ইউনিট কমিটি করতে ব্যর্থ হলে বর্তমান কমিটি ভেঙ্গে দেয়ার হুশিয়ারি দেয়া হলেও ভ্রুক্ষেপ ছিলনা তাদের। এ নিয়ে জেলা ছাত্রদলের ইউনিট পর্যায়ের নেতাকর্মীরাও ক্ষুব্দ হয়েছেন।
বিষয়টি কেন্দ্রের নজরে আনা হলে দলের ছাত্র বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশে বাধ্য হয়ে তাদের রেখেই কমিটি জমা দিতে হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়াকে। তবে কেন্দ্রের সাথে আলোচনা করে ও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তিনি একাই এবং কেন্দ্রের নির্দেশ অনুযায়ী যোগ্য ত্যাগীদের কমিটিতে স্থান দিয়েই খসড়া জমা দেয়া হয়েছে বলে ছাত্রদলের কেন্দ্রীয় একাধিক সুত্র নিশ্চিত করেছেন।
সুত্রমতে, জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অভিযোগের ভিত্তিতে এবং এর সত্যতা পেয়ে কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বশীল নেতারা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে আলাদাভাবে কমিটি জমা দিতে নির্দেশ দেন। এদিকে বাকিরা কমিটি কেন দিতে বিলম্ব করছেন সেটিও বিভিন্নভাবে খোঁজ নেন তারা। এর মাঝে ছাত্রদলের বাইরের কারো হস্তক্ষেপ খুঁজে পেয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেন কমিটি দ্রুত দিতে দেয়ার। এ লক্ষ্যেই কঠোর নির্দেশনা দিয়ে দ্রুত খসড়া জমা নেয়া হয়।
এদিকে জমা পড়া কমিটিগুলোর সুত্রে জানা গেছে, স্থানীয় আসনগুলোর বিগত নির্বাচনে অংশ নেয়া ও মনোনয়ন প্রত্যাশীদের মতামতকে প্রাধান্য দিয়ে এবং রাজপথের যোগ্য ত্যাগী ও সক্রিয় নেতাদের দিয়েই কমিটির খসড়া করা হয়েছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ থেকে দলের নির্বাহী কমিটিতে থাকা নেতাদের ও স্থানীয় দায়িত্বশীল নেতাদের সাথে এ বিষয়ে আলোচনাও করা হয়। তাদেরও জমা পরা কমিটির ব্যাপারে সহমত রয়েছে।
কেন্দ্রীয় আরেকটি সুত্র জানায়, খসড়া বিশ্লেষণ করে দ্রুততম সময়ে কেন্দ্র সমন্বয় করে কমিটি ঘোষণা করবে। এ ব্যাপারে যারা কমিটি গঠলে বিলম্ব করিয়েছে এবং দলের নির্দেশনা মানেনা তাদের বিষয়টি সেভাবেই দেখা হবে। দলের নির্দেশনা এসময়ে অমান্য করা কাউকে ছাড় দেয়া হবেনা এবং তাদেরকে পরবর্তী কর্মসূচীগুলোতে নজরদারিতে রাখা হবে।