রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মীরজাফর বলুক অভিযোগ নেই : তৈমূর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৩

মীরজাফর বলুক অভিযোগ নেই : তৈমূর

ফাইল ছবি

দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ বিবেচনা করে আওয়ামী লীগের সাথেও জোট হতে পারে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকার। 

তৃণমূল বিএনপিতে যোগদান প্রসঙ্গে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মন্তব্য প্রসঙ্গে কোন অভিযোগ নেই বলেও জানান বিএনপির এই বহিস্কৃত নেতা। 

বুধবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ পোস্টের সাথে আলাপকালে একথা জানান তিনি।

তৈমূর বলেন, তারা বিএনপি করে করুক। আমি কারো বিরুদ্ধে কিছু বলবোনা। আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই। আমার পরিবারই তো বিএনপি করে। আমি একটা দলের মহাসচিব, বিএনপিতে আর ফেরার পথ নেই। হয়তো কারো সাথে জোট হতে পারে, সেটা আওয়ামীলীগও হতে পারে। আমাকে মীরজাফর বলুক আর যাই বলুক আমি আমার পথে আছি।

এর আগে তৈমূরের তৃণমূল বিএনপিতে যোগদান  করাকে শহীদের রক্তের সাথে বেইমানি বলে মন্তব্য করেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

তিনি বলেন, তৃণমূল বিএনপির বিষয়ে মুখ না খুলে পারলাম না। কত বড় বেইমানের রক্ত শরীরে বহমান থাকলে এই সময়ে দলের সাথে, দেশের সাথে, জনগণের সাথে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাথে, শহীদদের রক্তের সাথে এই তামাশা করতে পারে। তোরা দল করবি কর, তোদের কোন আদর্শ  থাকলে বানা। কিন্তু নাম আর প্রতীক চুরি করবে আর দেখাবে বিএনপি নির্বাচনে আসছে এটা পাগলেও খাবে না। এদের জানাযায় প্রমাণ হবে এদের কর্মের ফল।

এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, মীরজাফররা যুগে যুগে চলে আসে। তিনি মীর জাফরের মতই কাজ করছেন। তৈমূর আলম খন্দকারের কোন নিজস্ব বলয় ছিল না। দলের ওপর ভর করে তিনি এগুলো দেখিয়েছে। 

তিনি আরও বলেন, তাকে বহিষ্কারের পেছনে কারন আছে। দল যখন বলছে এ সরকারের অধীনে নির্বাচনে দল যাবে না। সেসময় তিনি গিয়ে নির্বাচন করেছেন। এরপর তিনি কীভাবে আশা করে যে দল তার সাথে যোগাযোগ করবে।