সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

উন্নয়ন দেখে বিএনপি চোখ কান বন্ধ হয়ে গেছে : জুয়েল হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৩

উন্নয়ন দেখে বিএনপি চোখ কান বন্ধ হয়ে গেছে : জুয়েল হোসেন

জুয়েল হোসেন

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ছাত্রনেতা জুয়েল হোসেন বলেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য বিভিন্ন কর্মসূচী পালন করে। এদেশে স্বাধীনতা পক্ষে আরেকটা বিপক্ষে লোক আছে। সমাজের একপ্রকার দুষ্ট মানুষ থাকে। ওরা মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে। আগামী দিনে নির্বাচন আসছে, সেখানে একটাপক্ষ দুইটাপক্ষ তিনটা পক্ষ থাকবে। এদেশ বিএনপি আমলে কি ছিলো, এখন কি আছে এটা আমাদের বুঝতে হবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি ভাইয়েরা নানা রকমের মিথ্যাচার করে যাচ্ছে। বছরের শুরুতে আমাদের ছেলেমেয়েরা স্কুল থেকে বিনামূল্যে বই পেয়েছে, নিজেদের অর্থায়নে বহুত আলোচিত পদ্মা সেতু হয়েছে, মেট্টো রেল হয়েছে, একটি বাড়ী একটি জমি পেয়েছে অসহায় মানুষ। আর বিএনপির কি করেছে? ওরা বলে- আমরা আসলে এটা করবো ওটা করবো। আরে বিএনপি তো ক্ষমতায় ছিলো তখন তারা এগুলো মনে ছিলো না? বিএনপি আমলে আমাদের সন্তানরা পড়া টেবিলে পড়তে বসতে পারতো না। ওরা বলতো বাবা বিদ্যুৎ ছাড়া গরমে কিভাবে পড়বো? ওই যে হাওয়া ভবনে নিদের্শে খাম্বা সিন্ডিকেট করেছেন। আজ আওয়ামীলীগ ঘরের আলো সাথে সাথে রাস্তাঘাটের আলো ছড়িয়ে দিয়েছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কিছু মানুষ ষড়যন্ত্র করছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে উন্নত দেশ রূপ নেয়া তিনি আজ ওদের চোখে পড়ে গেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে দ্রব্যমূল্য উপর ধাক্কা পড়েছে। এর আগে দুই বছর করোনা মহামারি চলে গিয়েছিলো। যারা আজকে আওয়ামীলীগের বিশাল বিশাল উন্নয়ন দেখে উন্নয়ন হয়নি, তাদের সাবধান করে দিচ্ছি। নির্বাচন আসছে, এই সরকারের আমলে নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আগামীতে হবে। এখন জনগণ বুঝে, কোন দল আসলে দেশের উন্নয়ন হত। জনগণ উন্নয়নকে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০ বার বেশি হত্যা করার চেষ্টা করা হয়েছিলো, তিনি আল্লাহ রহমতে রক্ষা পেয়েছেন।

তিনি আরো বলেন, আমাদের অভিভাবক রয়েছে তিনি এমপি শামীম ওসমান। বাংলাদেশ বেড়াতে যেতাম তখন আমরা বলতাম নারায়ণগঞ্জে। তখন ওখানকার মানুষরা আমাদের অন্যচোখে ধিক্কার চোকে দেখতেন। আপনারা জানেন, নারায়ণগঞ্জে একটি ইজ্জত টাকা বিনিময়ে বিক্রি স্থান ছিলো। সেটা প্রিয় অভিভাবক শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জবাসী উচ্ছেদ করে কলংকমুক্ত করেছেন। আমরা তখন উচ্ছেদের স্বাক্ষী ছিলাম। সরকারের উন্নয়ন দেখে না, বিএনপির চোখ কান বন্ধ হয়ে গেছে। স্টেডিয়াম উন্নয়ন করেছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে নারায়ণগঞ্জে। করোনা সময় বিএনপির কাউকে মানুষের পাশে দাড়াতে দেখে নাই। একটা প্রমাণ দেখাক, তারা করোনা সময় মানুষের পাশে ছিলেন। এমপি শামীম ওসমানের সহযোগিতায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাচ্চু ভাই ও সাধারণ সম্পাদক বাবু ভাইয়ের নিদের্শে নারায়ণঞ্জ মহানগর অতীতে এখনো বিভিন্ন ওয়ার্ডে মানুষের পাশে ছিলাম, পরেও থাকবো। আমাদের যেটুকু সামর্থ্য রয়েছে, সেই নিয়ে পাশে থাকবো। আজ বঙ্গবন্ধু’র কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও ঈদ-এ- মিলাদুন্নবী উদযাপন করা হচ্ছে। আমরা আল্লাহ প্রিয় রাসূল ও প্রধানমন্ত্রীর পছন্দের মত আমরা সবাই চলি।

যারা ১৫ আগষ্ট কালোরাতে বঙ্গবন্ধু তার পরিবার সহ সকল শহীদদের জন্য দোয়া চাই। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় হতাহতদের জন্য দোয়া আপনাদের কাছে দোয়া চাই। শেখ হাসিনা সরকার দেশের মানুষের জন্য কাজ করে থাকে অবশ্যই তিনি আবারো প্রধানমন্ত্রী হবে। আমাদের প্রিয় অভিভাবক শামীম ওসমানকে নৌকা মার্কা ভোটের মাধ্যমে আবারের এমপি নির্বাচিত করা হবে। আওয়ামীলীগের প্রতীক নৌকা মার্কা প্রতি দেশের মানুষ আস্থাশীল ও বিপুল ভোট দিবে আবারো ক্ষমতায় নিয়ে আসবেন।

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর চাষাড়ায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিব্বির আহম্মেদ, সাবেক সহ-সভাপতি মানিক ঘোষ, কামরুজ্জামান চঞ্চল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাবেক দপ্তর সম্পাদক মোঃ ইমরানুর রশিদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. নজরুল ইসলাম, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সাবেক শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এমি আহম্মেদ, সাবেক কার্যকরি সদস্য আফসার সিকদার আনিছ, শোয়েব মাহমুদ, আবুল খায়ের, ১৩নং ওয়ার্ডের রাজীব, নয়ন, সুলতান, ১৪নং ওয়ার্ডের রাজীব চন্দ্রদেব, ২৪নং ওয়ার্ড মোমিনুল, শামীম, ৮নং ওয়ার্ডে আমির, ৭নং ওয়ার্ডের সানোয়ার, ১২নং ওয়ার্ডের সাগর, ৫নং ওয়ার্ডের খুশি, ইমরান ও কুতুবপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।