
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক।
সোমবার (৩০ অক্টোবর) এক বার্তায় এই নিন্দা জানান তিনি।
এসময় অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবী জানান তিনি।
এর আগে রোববার (২৯ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় নেতাসহ রূপগঞ্জ বিএনপির ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।