
ফাইল ছবি
তরুণ ব্যাবসায়ী ও রাজনীতিবিদ অয়ন ওসমান বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর পরিবেশে নির্বাচনের আয়োজন করায়। সাংবাদিকেরাও এখানে আছেন দেখছেন স্বাভাবিক ভাবেই এখানে ভোটগ্রহণ হচ্ছে। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এখানে। মনে হচ্ছে না ভোট দিতে এসেছি, উৎসবই মনে হচ্ছে।
শনিবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ২০২৪ সালের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পর একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ভিন্ন ব্যাপার। আমরা যতটুকু দিক নির্দেশনা পেয়েছি, জাতীয় নির্বাচনে এরচেয়েও বেশি উৎসবমুখর পরিবেশ থাকবে।