রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ ৪ আসনে কেন্দ্র ও ভোটার কত, প্রার্থী কারা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৫৭, ৬ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জ ৪ আসনে কেন্দ্র ও ভোটার কত, প্রার্থী কারা

ফাইল ছবি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৯ জন প্রার্থী।

এ আসনে বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমান নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়াও এ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাংলাদেশ সুপ্রীম পার্টির একতারা মার্কার মোঃ সেলিম আহমেদ, জাসদের মশাল মার্কা নিয়ে মোঃ ছৈয়দ হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব মার্কার মোঃ গোলাম মোর্শেদ রনি, তৃণমূল বিএনপির সোনালী আঁশ মার্কার মোঃ আলী হোসেন, জাকের পার্টির গোলাপ ফুল মার্কার মোঃ মুরাদ হোসেন জামাল, এনপিপির আম মার্কার মোঃ শহীদ উন নবী, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ার মার্কার মোঃ হাবিবুর রহমান।

নারায়ণগঞ্জের সদর উপজেলার আংশিক পাঁচটি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ১ থেকে ১০ নং ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৪ আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৩১টি। মোট ভোট কক্ষের সংখ্যা ১৫৬২।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লক্ষ ৯৬ হাজার ১৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৪৩ হাজার ৬৯২ জন ও নারী ভোটার ৩ লক্ষ ৫২ হাজার ৪৪১ জন। এখানে উভয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছেন।

আরো পড়ুন