রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পুলিশ ডেকে মারধর ও পুলিশের টাকা দাবি, লিখিত অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪৪, ২৪ মে ২০২৫

পুলিশ ডেকে মারধর ও পুলিশের টাকা দাবি, লিখিত অভিযোগ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে পুলিশ ডেকে এনে মারধর ও টাকা দাবীর ঘটনা ঘটেছে। এঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

শনিবার (২৪ মে) মারধরের ঘটনায় আহত রফিকুল ইসলামের স্ত্রী সুমি বেগম বাদী হয়েছে এসপি অফিসে অভিযোগটি দায়ের করেছেন।

এতে তিনি জানান, সাহেরা বেগম আমার আপন দেবরের বউ হয়। তার সাথে দীর্ঘদিন যাবং আমার ঘরের সাথে লাগানো তার ঘরের চালের টিনের পানি পড়া নিয়া কথাকাটি হয় এবং আমি তাকে তার ঘরের চালে টোয়া লাগাতে বললে সে আমাকে সহ আমার স্বামী-সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করার হুমকী প্রদান করে। 

পরবর্তীঁতে আমি এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করলেও এই ব্যপারে তারা কোন সুরাহা করতে পারে নাই। বরং উল্টো আমার দেবরের বউ সাহেরা বেগম আড়াইহাজার থানাধীন গােপালদি তদন্ত কেন্দ্রর সহকারী উপ পরিদর্শক (এএসআই) হাবিব সাহেবকে আমাদের বাড়িতে নিয়ে আসে এবং উক্ত পুলিশ কর্মকর্তার সম্মুথে আমার স্বামী রফিকুল ইসলামকে বেধড়ক মারধর করে রক্তাক্ত নীলাফুলা জখম করে মাথা ফাটায়।

এসময় উক্ত পুলিশ এএসআই হাবিব কোন রকমের বাধা প্রদান না করে উল্টো কোন প্রকারের আইনী পদক্ষেপ এ গ্রহণ না করে সে আমাদের কাছে ঘুষ হিসাবে ১০ হাজার টাকা দাবি করে। এসময় যদি উক্ত টাকা দেই তাহলে সঠিক বিচার করবেন বলে জানান তিনি। বর্তমানে আমার স্বামী আড়াইহাজার সরকারী হাসপাতালে মৃমূর্য অবস্থায় চিকিৎসাধীন আছেন। 

তিনি আরো জানান, আমার স্বামী সামান্য সিএনজি অটো রিক্সা চালিয়ে আমাদের সংসার পরিচালনা করেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।