
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার আরেক চাঁদাবাজির মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত।
শনিবার (২৪ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের চৌধুরীর আদালত এই আদেশ দেয়।
নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, ফতুল্লার অপর এক মামলায় রিয়াদ চৌধুরীর রিমান্ড আবদেন করেছিল পুলিশ। এসময় আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। এছারাও রিয়াদ চৌধুরীর আইনজীবীরা তার জামিন আবেদন করলে কোর্ট আবদেন নামঞ্জুর করেছে।
এর আগে গত ১৮ মে ফতুল্লার ক্রিকেট স্টেডিয়ামে বালু ভরাটের কাজ করার সময় ৩০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে। এসময় চাঁদা না দিলে বালু ভরাটের কাজ বন্ধ করে দেয়ার হুমকি দেয়ার অভিযোগে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে ফতুল্লার ব্যাবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।