রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেমরা থানার আওয়ামীলীগ নেত্রী ইয়াবাসহ নারায়ণগঞ্জে আটক 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৯, ২৪ মে ২০২৫

ডেমরা থানার আওয়ামীলীগ নেত্রী ইয়াবাসহ নারায়ণগঞ্জে আটক 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে রজনী আক্তার তুশি নামে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে সদর মডেল থানার পুলিশ।

শনিবার (২৪ মে) রাতে তুশিকে ইয়াবা সহ সন্দেহভাজন হিসেবে আটক করে ফতুল্লার কাশিপুর ফরাজীকান্দা স্থানীয় এলাকাবাসী। 

আটক করার সময় স্থানীয় এলাকাবাসী আওয়ামীলীগ নেত্রীর কাছে ইয়াবা সহ ইয়াবা সেবনের সামগ্রী উদ্ধার করে বলে জানা যায়।

পরে নারায়ণগঞ্জ মডেল থানায় বিষয়টি জানালে রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তুশিকে হেফাজতে নেয়। 
 
রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী ছিলেন বলে জানা যায়। 

পুলিশ আটক করার সময় তুশি "জয় বাংলা" স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশের বেগ পেতে হয় এবং পরিস্থিতি কিছুটা শান্ত হলে আসামিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ফরাজীকান্দার রুবেল মিয়ার বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে টুসি আক্তার রজনী বাসা ভাড়া নিয়ে ছিলেন। শুক্রবার (২৩ মে) স্থানীয়দের কাছে সন্দেহ লাগলে তুশিকে নজরে রাখেন এলাকাবাসী।

আরো পড়ুন