রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী, থাকবে জিরো টলারেন্স

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৩, ২৪ মে ২০২৫

না.গঞ্জে কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী, থাকবে জিরো টলারেন্স

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মত অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে তৈরি যৌথ বাহিনী চলতি সপ্তাহে অভিযানে নামছে। 

জানা গেছে, চলতি মাসেই পুলিশ প্রশাসন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে বিশেষ এই অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ। পাঁচ আগষ্টের আগে ও পর থেকে চাঁদাবাজি, মাদকব্যাবসা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযুক্তরা এই অভিযানের আওতায় আসবেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র। অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে থাকবে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন ও যৌথ বাহিনী।

অপরাধীদের জোরালোভাবে দমনের উদ্দ্যেশ্যে এ অভিযান শুরু করতে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে যৌথ বাহিনী অংশ নেবে বলে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর একাধিক সূত্র নিশ্চিত করেছে।

পাঁচ আগষ্টের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে নারায়ণগঞ্জের বিভিন্ন সেক্টরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়াও নারায়ণগঞ্জের গার্মেন্টসের ঝুট সেক্টর, পরিবহন ব্যাবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় আগ্নেয়াস্ত্রের ব্যাবহারও দেখা গেছে। 

এদিকে দীর্ঘ নয় মাস ঢিলেঢালা ভাব থাকার পর সন্ত্রাসের বিরুদ্ধে এবার জোরেসোরে মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের শিঘ্রই আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করছে প্রশাসন। দ্রুতই এসকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে।