রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে চাঁদাবাজি রোধে ব্যাবসায়ীদের লাঠি মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪০, ২৪ মে ২০২৫

নারায়ণগঞ্জে চাঁদাবাজি রোধে ব্যাবসায়ীদের লাঠি মিছিল

লাঠি ও বাঁশি নিয়ে মিছিল

নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় সন্ত্রাস ও ব্যাবসায় প্রতিষ্ঠানে চাঁদাবাজি রোধে লাঠি-বাঁশি কর্মসূচি করেছে হোসিয়ারি পল্লীর ব্যাবসায়ীরা। নগরীর নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হল এলাকায় প্রতিটি দোকানে লাঠি ও বাঁশি নিয়ে এ কর্মসূচি শুরু করেন ব্যাবসায়ীরা।

শনিবার (২৪ মে) শহরের নয়ামাটি এলাকা থেকে লাঠি ও বাঁশি নিয়ে মিছিল বের করেন ব্যাবসায়ীরা।

এসময় বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমরা লাঠি মিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবী করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। আইন মেনে আমরা লাঠি মিছিল করে বুঝিয়ে দিলাম আমরাও পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম সন্ত্রাসী চাঁদাবাজি করলে আমরাও পারি।

তিনি আরো বলেন, নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকাটায় এসকল চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে আমাদের। নিরীহ কর্মচারীদের প্রতি বৃহস্পতিবারে প্রায়ই এখানে ছিনতাইয়ের শিকার হতে হয়। প্রশাসনের কাছে অনুরোধ এদের এ্যারেস্ট করুন।