
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আজকে যাকে দিয়ে এই সংগঠনটা সবচেয়ে ভাল ভাবে চালানো যাবে মানুষ তাকে নির্বাচিত করবে। ইয়ার্ণ মার্চেন্ট একটি ঐতিহ্যবাহী সংগঠন। এত বছর পর এত সুন্দর নির্বাচন আয়োজনের জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
শনিবার (২৪ মে) ইয়ার্ণ মার্চেন্টের নির্বাচন পরিদর্শনকালে একথা বলেন তিনি।
এসময় দিপু ভূঁইয়া আরো বলেন, বাংলাদেশের টেক্সটাইলে যারা আছেন তারা এই সংগঠনের সুবিধাভোগী। তবে সূতার ব্যাবসায়ী, মিল মালিকরা বর্তমানে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি অনুরোধ করবো সরকার যেন দুষ্কৃতকারী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসে।
ব্যবসায়ী পরিবারের সন্তান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর চাচা সুলতান উদ্দিন ভূঁইয়া ইয়ার্ণ মার্চেন্টের সাবেক ৩ বারের সভাপতি ছিলেন।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও ব্যাবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।