মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

|

আষাঢ় ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শামীম ওসমানের ঘনিষ্ঠজন পরিচয়ে সম্পতি আত্মসাতের অভিযোগ আক্তার সুমনের বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫১, ২৪ মে ২০২৫

শামীম ওসমানের ঘনিষ্ঠজন পরিচয়ে সম্পতি আত্মসাতের অভিযোগ আক্তার সুমনের বিরুদ্ধে

ফাইল ছবি

আপন চাচাতো ভাইয়ের সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে ফতুল্লার আক্তার-সুমনের বিরুদ্ধে। সম্পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে এমন অভিযোগ করেছেন আলাউদ্দিন হাজীর ছোট ভাই আউয়াল হাজির ছেলে আলামিনের পরিবার। 

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

আলামিন জানায়, আমার তিন চাচা। দাদার সম্পদ সমান ভাগ পাওয়ার কথা থাকলেও আমাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমার বাবার এতো সম্পদ থাকার পরও আমি মানবেতন জীবন যাপন করছি। 

সংবাদ সম্মেলনে আলামিনের মেয়ে নুসরাত জাহান তিন্নি অভিযোগ করে বলেন, আমার দাদার সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আক্তার, সুমনরা নিজেকে শামীম ওসমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে আমাদের ভয়-ভীতি দেখিয়ে দমিয়ে রাখতেন। তাদের কাছে আমরা জিম্মী হয়ে ছিলাম। তারা এতো সম্পদের মালিক, দেশে-বিদেশে অনেক সম্পদ, দামি গাড়ি হাকিয়ে চলেন অথচ আমরা ঠিক মতো খাবার পাচ্ছি না। তারা আমাদের সম্পদ দখলে নিয়ে ভোগ করছে। 

তিন্নির অভিযোগ, আমার বাবা আলামিনকে শারীরিক ও মানসিক র্টচার করে মানসিক রোগী বানিয়ে ফেলছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা সম্পত্তির ন্যায্য ভাগ চাচ্ছি।