রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিশেষ কর্মশালা

ফলাফল নির্ভর শিক্ষা নয় বরং নৈতিক মানবিক ও বাস্তব জ্ঞান সম্পন্ন মানুষ গড়াই লক্ষ্য : ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৮, ২৪ মে ২০২৫

ফলাফল নির্ভর শিক্ষা নয় বরং নৈতিক মানবিক ও বাস্তব জ্ঞান সম্পন্ন মানুষ গড়াই লক্ষ্য : ডিসি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় পূর্বে অনুষ্ঠিত কর্মশালাসমূহের ধারাবাহিকতায় আয়োজিত এই জেলা পর্যায়ের কর্মশালার আয়োজন করা হয়েছে। 

শনিবার (২৪ মে) নারায়ণগঞ্জ কলেজের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু ফলাফলনির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও বাস্তবজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেই হবে আমাদের প্রধান লক্ষ্য।

এসময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে একটি সহানুভূতিশীল ও মানবিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কমশালায় মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মনিনুর রশিদ। এছাড়াও কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: মাশফাকুর রহমান, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষকবৃন্দ, জেলার সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারগণ, গণমাধ্যমকর্মী ও অন্যান্য সংশ্লিষ্টরা।