রোববার, ২৫ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে গৃহবধূ মীম হত্যার বিচারের দাবীতে স্বজনদের মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪০, ২৪ মে ২০২৫

না.গঞ্জে গৃহবধূ মীম হত্যার বিচারের দাবীতে স্বজনদের মানববন্ধন 

মানববন্ধন

নারায়ণগঞ্জে গৃহবধূ মীম হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার স্বজনেরা। 

এসময় মীমের পোস্টমর্টেম রিপোর্ট পাল্টে ফেলা হতে পারে বলে আশংকা প্রকাশ করেন তারা।

শনিবার (২৪ মে) নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এসময় মীমের পরিবারের সদস্যরা জানান, মীমকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। তার স্বামী মোঃ মুকুল, ননদ রাজিয়া, শাশুড়ী মমতাজ বেগম ও শ্বশুড় শহিদুল ইসলাম মিলে মীমকে হত্যা করেছেন। আমরা এই আসামিদের ফাঁসি চাই। 

এসময় আসামিদের বিরুদ্ধে অর্থের প্রভাব খাঁটিয়ে পোস্টমর্টেম রিপোর্ট পাল্টে ফেলার চেষ্টার অভিযোগ করেন মীমের পরিবারের সদস্যরা।