
ফাইল ছবি
নারায়ণগঞ্জে চাষাঢ়ায় জিয়া হলের উপরে জিয়ার ম্যুরাল ভেঙ্গে ফেলার ঘটনায় এটি পুনঃস্থাপন করতে বেঁধে দেয়া ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষের পর ঈদের পর কর্মসূচী ঘোষণা দেয়ার কথা বলার পর ঈদ পার হলেও নীরব নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
শনিবার (১৩ এপ্রিল) মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, আমাদের আন্টিমেটাম দেয়ার পর রমজান মাসে আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে কোন কর্মসূচী দেইনি। পরে আমরা ঈদের আগেই জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে কথা বলেছি। তিনি বলেছেন, জিয়া হলের নাম পরিবর্তনের জন্য কোন দিক নির্দেশনা নেই।
ম্যুরাল ভাঙ্গার ব্যাপারে আল্টিমেটামের প্রশ্নে তিনি বলেন, আমরা ডিসির সাথে সাক্ষাৎ করেছি, আমরা ক্ষোভ জানিয়েছি এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচী দেব যদি এটি পুনঃস্থাপিত না হয়। আমরা কেন্দ্রে বিষয়টি জানিয়েছি এখন আমাদের পরবর্তী কার্যক্রম নির্ভর করছে কেন্দ্রের নির্দেশের উপর। আমরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় আছি।
এর আগে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ভোরে দেখা যায়, রাতের কোন এক সময় ম্যুরালটি ভেঙ্গে ফেলে রেখে দেয়া হয়। এ ঘটনায় বিএনপির বার বার আওয়ামীলীগকে দোষারোপ করে আসছে।