বুধবার, ১৯ মার্চ ২০২৫

|

চৈত্র ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জেলা স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করছেন রাজপথের নেতা সালু রফিক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জেলা স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করছেন রাজপথের নেতা সালু রফিক

ফাইল ছবি

নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করতে দৌড়ঝাঁপ করছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও সদস্য সচিব সালাউদ্দিন সালু। আগামী নির্বাচনকে ঘিরে দলকে সংগঠিত করতে পুরো জেলা চষে বেড়াচ্ছেন তারা।

পাঁচ আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরে জেলাজুড়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিতর্ক মুক্ত রাখতে একের পর এক সভা সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আসছেন তারা। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের নিবৃত্ত করতে কঠোর অবস্থান নিয়েছেন রফিক ও সালু।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও দলকে সুসংগঠিত করতে নানা উদ্যোগ নিয়েছেন রফিক ও সালু। জেলার অধীনস্থ ইউনিটগুলোকে আরও শক্তিশালী করতে ইতিমধ্যে নিয়মিত কর্মীসভা করছেন তারা।

নির্বাচনের পূর্বে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে চান স্বেচ্ছাসেবক দলের এই দুই নেতা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা মোতাবেক ৩১ দফা নিয়ে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন রফিক ও সালু। ৩১ দফাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে জনমত গঠনের মাধ্যমে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই বিএনপিকে এগিয়ে রাখতে চাইছেন তারা।