
ফাইল ছবি
নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুনঃনির্ধারণের ঘটনায় নারায়ণগঞ্জ বিএনপির দায়িত্বশীলদের মতামত চেয়েছে বিএনপি।
জানা গেছে, ইতিমধ্যে সীমানা পুনঃনির্ধারণের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সদস্য সচিবের দায়িত্বে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
এদিকে সীমানা পুনঃনির্ধারণের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মাঝে। দলের কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আসনের সীমানা পুনর্বিন্যাসের উদ্যোগকে স্বাগত জানালেও একটি বড় অংশ এর বিরোধিতা করেছেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের সীমানা বাড়িয়ে বন্দর উপজেলাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনাটিকে সোনারগাঁ আসনে মনোনয়ন প্রত্যাশীরা ইতিবাচক ভাবে দেখলেও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীরা৷ অতীতে সদর ও বন্দর এলাকা নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন থাকলেও বর্তমানে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে এই আসন গঠন করা হয়েছে। এর ফলে এ আসনটির বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।
আসন পুনর্বিন্যাসের নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি নেতাকর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন। ফতুল্লার পাঁচ ইউনিয়নের সাথে আলীরটেক ও গোগনগর ইউনিয়ন যুক্ত করে আসনটি গঠন করা হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে ফতুল্লার নেতাদেরই দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এর আগে গত বুধবার ৩০ জুলাই নির্বাচন কমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আসন তিনটি হল নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫।
নতুন সীমানা অনুযায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন, ফতুল্লা থানার পাঁচ ইউনিয়নের সাথে গোগনগর ও আলীরটেক ইউনিয়ন যুক্ত করে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন গঠন করা হয়েছে।