মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডিআইটিতে জুলাই-আগস্ট কর্নার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৫৪, ৪ আগস্ট ২০২৫

ডিআইটিতে জুলাই-আগস্ট কর্নার উদ্বোধন

জুলাই কর্নার উদ্বোধন

আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ডিআইটি মসজিদের পার্শ্বে জুলাই কর্নার উদ্বোধন করা হয়। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুল আউয়াল হাফি. (পীর সাহেব খুলনা), আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সেক্রেটারি আ. মজিদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যে যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট দূর হয়েছে। তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ পাক তাদের শহীদী মর্যাদায় ভূষিত করুন এবং আহতদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন।

নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই-আগস্ট আন্দোলন আমাদের প্রেরণা। এই প্রেরণা নিয়ে আমরা আগামীতে সুন্দর দেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। কোন নব্য ফ্যাসিস্ট, চাঁদাবাজ ও দুর্নীতি যাদের পেশা তারা যেন কোনক্রমেই রাষ্ট্রক্ষমতার বসতে না পারে সে ব্যাপারে সকল জনগণকে সজাগ থাকতে হবে।