
ফাইল ছবি
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে শিক্ষার্থীদের সাথে আন্দোলন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলী হাসান সৌরভ।
পাঁচ আগষ্টের আগ পর্যন্ত নারায়ণগঞ্জ শহরকেন্দ্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সৌরভ। দলের নির্দেশনা মেনে দলীয় ব্যানার ও পরিচয় ছাড়া সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান সৌরভ।
সাধারণ শিক্ষার্থীদের খাবার পানি দিয়ে সৌরভের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা সাহায্য সহযোগীতা করেছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগ হামলা চালালে নিজ অনুসারীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সৌরভ। পাঁচ আগষ্ট সরকার পতনের আগ মুহুর্ত পর্যন্ত চাষাঢ়ায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান এই যুবদল নেতা।