
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ আগষ্ট) সোনারগাঁয়ের আষারঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে চেকপোস্টে তল্লাশী চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- নাঈম আহম্মেদ পলাশ (২৫)। তিনি লড়াইল জেলার সদর থানার মোঃ মনির হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মেহেদী।