
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ তার নির্বাচনী এলাকা নবীগঞ্জ, কবিলের মোড়, একরামপুর সহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
রবিবার (৩ আগষ্ট ) বাদ আসর তিনি বন্দর থানার নবীগঞ্জ, কদমরসুল, কবিলের মোড় , এবং এর পার্শ্ববর্তী এলাকায় হেঁটে হেঁটে জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান স্লোগানে ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে মাওলানা মঈনুদ্দিন আহমাদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালান।
গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, "নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা কাজ করতে চাই। এই এলাকার প্রধান সমস্যাগুলো হলো নবীগঞ্জ সেতু , আবাসিক গ্যাস, সুপেয় পানির অভাব। নির্বাচিত হলে আমরা এসব সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব ইনশাআল্লাহ ।"
তিনি আরও বলেন, "ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়া সম্ভব। আমি সেই লক্ষ্যেই জনগণের সমর্থন ও দোয়া কামনা করছি।"
এ সময় স্থানীয় ভোটাররা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনেকে তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, "আমরা একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই, যিনি আমাদের দুঃখ-কষ্টের সঙ্গী হবেন। মাওলানা মঈনুদ্দিন আহমাদের মধ্যে আমরা সেই গুণাবলী দেখতে পাচ্ছি।"
এসময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগরী কর্ম শূরা সদস্য মো, জাকির হোসাইন, বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মুফতী মাওলানা আতিকুর রহমান, নায়েবে আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি জহুরুল ইসলাম, সহ স্থানীয় শতাধিক নেতৃবৃন্দ।
গণসংযোগের পর তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন।