মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৯, ৪ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা সংবর্ধনা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রত্যাশা ও প্রাপ্তি

ফতুল্লার শিবু মার্কেটস্থ আইসিএবি মিলনায়তনে সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে "গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রত্যাশা ও প্রাপ্তি" শীর্ষক আলোচনা সভা, ‘জুলাই স্মৃতিচারণ’ এবং ‘আহত জুলাই যোদ্ধা সংবর্ধনা ২০২৫’ অনুষ্ঠিত হয়ে‌ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম। তিনি বলেন,
জুলাই অভ্যুত্থানে তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। সেই আন্দোলনে প্রত্যাশা ছিল একটি বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ দেশ। কিন্তু বর্তমানে দেশে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই উদ্বেগজনকভাবে বেড়েছে। মানুষের নিরাপত্তা হুমকির মুখে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের শান্তি ও অগ্রগতির জন্য কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী। তিনি বলেন, জুলাই আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মম গণহত্যা চালানো হয়েছিল। আজও সেই ঘটনার বিচার হয়নি। অতিদ্রুত এই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মাদ আলী বলেন, আমাদের প্রত্যাশা ছিল স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। কিন্তু দেশে আবারও নতুন স্বৈরাচার প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। ইনশাআল্লাহ, যদি এমন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠে, তবে আবারো গণঅভ্যুত্থান গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, দাওয়াহ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ রমজান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।