মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আসন পুনর্বিন্যাস ইতিবাচক, মনোনয়ন পেলে না.গঞ্জ ৪ আসনেই নির্বাচন করবো : শাহ্ আলম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৫, ৩ আগস্ট ২০২৫

আসন পুনর্বিন্যাস ইতিবাচক, মনোনয়ন পেলে না.গঞ্জ ৪ আসনেই নির্বাচন করবো : শাহ্ আলম

ফাইল ছবি

নারায়ণগঞ্জের তিনটি নির্বাচনী আসনের পুনর্বিন্যাসকে ইতিবাচক ভাবে দেখছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ শাহ্ আলম। দল মনোনয়ন দিলে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকেই নির্বাচন করবেন বলে জানান তিনি।

রোববার (৩ আগষ্ট) এক প্রতিক্রিয়ায় একথা জানান তিনি

মুহাম্মদ শাহ্ আলম বলেন, আসন পুনর্বিন্যাসের বিষয়টি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ইতিবাচক ভাবে দেখছি। আগে নারায়ণগঞ্জ-৫ একটি এলাকা দুই এমপি তত্বাবধানে থাকত। ফলে নাগরিক সেবা ব্যাহত হত। এখন একটি এলাকা বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একজনের তত্ত্বাবধায়নে থাকলে এতে প্রশাসনিক জটিলতা কমবে। 

তিনি আরও বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করবো। আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকেই নির্বাচন করবো ইনশাআল্লাহ।