
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ম্যাকলিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সে আন্তর্জাতিক ট্রাইবুনালের ওয়ারেন্টভুক্ত আসামি।
সোমবার (৪ আগষ্ট) শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার মামলার অন্যতম আসামি ম্যাকলিন। আন্দোলন চলাকালীন সময়ে শামীম ওসমানের নেতৃত্বে চাষাঢ়ায় ছাত্র জনতার উপর অস্ত্র নিয়ে হামলা চালান ম্যাকলিন ও তার সমর্থকেরা।
এদিকে আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ম্যাকলিনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইবুনালের রিকুইজিশনে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।
এর আগে গত ২১ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হন ম্যাকলিন। পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি।