মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ওসমানীয় আশীর্বাদে এমপি খোকা, ভোটহীন এমপি হয়েও সোনারগাঁয়ে ত্রাসের রাজত্ব কায়েম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৬, ৫ আগস্ট ২০২৫

ওসমানীয় আশীর্বাদে এমপি খোকা, ভোটহীন এমপি হয়েও সোনারগাঁয়ে ত্রাসের রাজত্ব কায়েম

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আওয়ামী লীগের এমপিরা দেশ ছেড়ে পালালেও দেশে রাজনীতিতে সক্রিয় সোনারগাঁয়ের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা বহাল তবিয়তে রয়েছেন। নারায়ণগঞ্জে তাকে খুব একটা দেখা না গেলেও ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় আছেন খোকা। ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত খোকাকে ওসমানরা ব্যাবহার করেছিলেন সোনারগাঁ অঞ্চলে নিজেদের প্রভাব কায়েম রাখতে।

২০১৪ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে এমপি নির্বাচিত হন খোকা। জাতীয় পার্টির রাজনীতি করলেও ওসমান পরিবারের একনিষ্ঠ কর্মী ছিলেন খোকা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কাছের কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। ওসমান পরিবারের তদবিরেই ২০১৪ সালের নির্বাচনে সোনারগাঁ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। বিতর্কিত সেই নির্বাচনে এমপি হন খোকা।

২০২৪ সালের পাঁচ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও সাবেক এমপিরা পালিয়ে গেলেও এখনও বহাল তবিয়তে আছেন লিয়াকত হোসেন খোকা।

২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা দশ বছর সোনারগাঁয়ের এমপি ছিলেন খোকা। এসময় সোনারগাঁয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন খোকা। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক বনে যান খোকা।

দুর্নীতির পাশাপাশি নানান সন্ত্রাসী কার্যক্রমেও জড়িত থাকার অভিযোগ রয়েছে খোকা ও তার অনুসারীদের বিরুদ্ধে। ক্ষমতায় থাকাকালীন সময়ে পুরো উপজেলায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন খোকা। এসকল বাহিনীর মাধ্যমে পুরো সোনারগাঁ নিয়ন্ত্রণ করতেন তিনি।

সোনারগাঁয়েী বিভিন্ন ইউনিয়নে ওসমান পরিবারের অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের নেতৃত্ব দিতেন খোকা। তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে মামলায় অভিযুক্ত হওয়ায় পাঁচ আগষ্টের পর থেকে সোনারগাঁয়ে প্রকাশ্যে দেখা যায়নি খোকাকে। সোনারগাঁয়ে মামলার আসামি হওয়ায় ঢাকায় রাজনীতিতে প্রতিষ্ঠিত হচ্ছেন খোকা। ইতিমধ্যে ঢাকায় জাতীয় পার্টির বেশ কয়েকটি মিছিলে সামনের সারিতে দেখা গেছে খোকাকে।