
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আজকের এই দিন আমাদের জন্য অত্যান্ত দুঃখের। আজকের এই দিনে ১৩ বছর আগে আমাদের দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা মতিন চৌধুরী আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তিনি সততা, আন্তরিকতা ও গণতন্ত্রের প্রতি আমাদের ভালবাসা দিয়ে গেছেন।
সোমবার (৪ আগষ্ট) রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় মতিন চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, আমদের প্রিয় নেতা নেই। কিন্তু আজও বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, রাস্তায় আছে এবং থাকবে। আমরা মতিন চৌধুরীর দেখানো পথেই এই রূপগঞ্জে বিগত সময়ে লড়াই করেছি।
তিনি আরও বলেন, মতিন চৌধুরী আমাদের যে পথ দেখিয়েছে সেই পথেই আমরা দেখেছি জুলাই শহীদদের আকুতি মিনতি। আমরা গণতন্ত্রের পথে অবিচল থাকবো। আমরা চাঁদাবাজি করবো না। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। আমি সরকারের কাছে আহ্বান জানাই। অবিলম্বে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক অধিকার জনগণকে ফিরিয়ে দিন।