
ফাইল ছবি
নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের ঘটনায় কেন্দ্রে আপত্তি জানাবেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা। ইতিমধ্যে প্রকাশ্যে এ নিয়ে নারায়ণগঞ্জ বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতা মন্তব্য করেছেন।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ এসকল এলাকায় কাজ করে আসা বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সীমানা পুনর্বিন্যাসের পর বেকায়দায় পড়েছেন। এ নিয়ে আন্দোলন গড়ে তোলারও হুশিয়ারী দিয়েছেন কয়েকজন নেতা।
জেলা বিএনপির বর্তমান কমিটির শীর্ষ নেতাদের কয়েকজন নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী। আসন পুনর্বিন্যাসের ফলে তারা বেকায়দায় পড়তে পারেন। ফলে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে তারা দ্বিমত পোষণ করবেন বলে জানা গেছে।
অন্যদিকে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের একই মতামত আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে। সিটি করপোরেশন নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন গঠনের ফলে নির্বাচনে মনোনয়নের হিসাব পাল্টে যেতে পারে। ফলে কেন্দ্রে আসন পুনর্বিন্যাসের বিষয়ে মহানগর বিএনপির শীর্ষ নেতারাও নেতিবাচক মতামত জানাতে পারেন বলে জানা গেছে।