
শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ
জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় শহীদ হওয়া ছাত্র, শিক্ষক, শ্রমিক সহ সকল পেশাজীবীদের আত্মত্যাগকে গভীর ভাবে স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন শ্রম আদালত নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি। গতকাল সোমবার ৪ আগস্ট বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমিতির সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইলের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দরা।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক এড. রকিবুল হাসান শিমুল, যুগ্ন সাধারন সম্পাদক- এড. মোশারফ হোসেন মিটু, কার্যকরী পরিষদ সদস্য এড. মোঃ জাকির হোসেন। এসময় সমিতির সকল সদস্যবৃন্দ শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত প্রার্থনা করা হয়। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় শ্রম আদালত আইনজীবী সমিতি দৃঢ় প্রতিজ্ঞ।