মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাঁদা না পেয়ে পিটিয়ে হত্যায় যাবজ্জীবন, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৪, ৩ আগস্ট ২০২৫

চাঁদা না পেয়ে পিটিয়ে হত্যায় যাবজ্জীবন, গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে পাপ্পু (৪০) ও শুক্কুর (৩৭) নামে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মামলার প্রধান আসামি পাপ্পুকে শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর আসামি পলাতক রয়েছে। আসামিরা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জ¦জ আদালম-১ এর বিচারক মো. মোমিনুল ইসলাম আসামিদেরকে যাবজ্জীবন কারাদন্ড দেন। একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালে সংঘটিত একটি হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালতের রায়ের বিষয়টি নজরে আসার সাথে সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহ আলম পাপ্পুকে এসআই ওয়াসিম আকরাম ফোর্সের সহায়তায় গ্রেপ্তার করেন। রোববার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের দেখাশোনা করতেন নিহত সিরাজুল ইসলাম। এলাকার চিহ্নিত সন্ত্রাসী পাপ্পু ও শুক্কুর তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। ২০১৫ সালের ২৩ জুলাই ফের চাঁদা চাইতে এসে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা লাঠি দিয়ে সিরাজুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।