
সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বাঁধের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।
রোববার (৩ আগষ্ট) জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন গিয়াসউদ্দিন।
এসময় চিঠিতে তিনি জানান, ডিএনডি বাঁধের ৩০ লাখ মানুষ দীর্ঘদিন যাবৎ জলাবব্ধতার শিকার। এর স্থায়ী সমাধানে দীর্ঘ কয়েক বছর ধরে দাবি করে আসলেও কার্যত কোনো ফলাফল পাচ্ছি না। চলতি বর্ষা মৌসুমে অতি বৃষ্টিতে বাঁধের ভেতরে মানুষ এখন পানিবন্দি হয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপসনালয়, রাস্তা-ঘাট, হাট-বাজার ও বাড়ি-ঘর পানিতে তলিয়ে আছে। মানুষের এই দুর্ভোগ লাঘবে সরকার কিংবা স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়; যা দুঃখজনক।
স্থানীয় বাসিন্দাদের দুঃখ-দুর্দশা লাঘবের দাবি জানিয়ে বিগত ১ অক্টোবর এবং ২৫ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুটি আবেদন জমা দেই। কিন্তু এখনও পর্যন্ত জলাবব্ধতা নিরসনের উদ্যোগ লক্ষণীয় নয়।
তিনি আরও জানান, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন ডিএনডির জলাবব্ধতা নিরসনে বাঁধের অভ্যন্তরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পাম্প স্থাপন করে মানুষের দুর্ভোগ লাঘব করা হয়। পরবর্তীতে ২০০৭ সাল থেকে অদ্যবধি মানুষকে জলাবব্ধতার অভিশাপ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কোনো ভূমিকা লক্ষণীয় নয়। ফলে এখানে দুর্ভোগে থাকা লাখও মানুষ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ। মানুষের এই ক্ষোভ বিস্ফোরিত হওয়ার পূর্বে জলাবব্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
এসময় ডিএনডির জলাবদ্ধতা নিরসের দুই দফা দাবি জানিয়ে গিয়াসউদ্দিন বলেন, দ্রুত জলাবদ্ধতা দূর করার জন্য সরকারের পক্ষ থেকে অবিলম্বে ক্রাশ প্রোগ্রাম গ্রহণ এবং জলাবব্ধতার স্থায়ী সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।