মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ৭২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪২, ৫ আগস্ট ২০২৫

বন্দরে ৭২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমান গাঁজাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় আসামিদের কাছ থেকে ৭২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (৫ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

এর আগে গতকাল সন্ধ্যায় বন্দর থানার মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন- পঞ্চগড় জেলার আটোয়ারী থানার মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ ইমরান (৩৪) ও নরসিংদী জেলার রায়পুর থানার আসানুল্লাহর ছেলে মোঃ আসাদুল্লাহ (১৯)।

প্রাথমিকভাবে জানা যায়, তারা দুইজনেই মাদক কারবারের সাথে জড়িত। তারা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য মাদক সংগ্রহ ও বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।