মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনকল্যাণমুখী দেশ গড়ার সংকল্প গ্রহণ করতে হবে : মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪৮, ৫ আগস্ট ২০২৫

জনকল্যাণমুখী দেশ গড়ার সংকল্প গ্রহণ করতে হবে : মাসুম বিল্লাহ

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, স্বৈরাচার পতনের আজ এক বছর অতিবাহিত হল। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের অত্যাচারে অতীষ্ট ছিল। জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বিতারিত হয় আওয়ামী দুঃশাসন। সুতরাং, অভ্যুত্থানের এই মাসে জনকল্যাণমুখী দেশ গড়ার সংকল্প গ্রহণ করতে হবে।

সোমবার বাদ মাগরিব নগর কার্যালয়ে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদগণ স্মরণ হয়ে থাকবে। তাদের ত্যাগ ও কোরবানী আমরা ভুলবো না।
স্মরণে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আগামী ৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে জুলাই যোদ্ধাদের শহীদদের জন্য খতমে কুরআন, দোয়া, গণজমায়েত এবং বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকল নারায়ণগঞ্জবাসীকে উপস্থিত থাকার জন্য আহবান জানাচ্ছি।