
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কাজী মনির বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আমি এই দিনের পাশাপাশি আরেকটি দিনের কথা স্মরণ করতে চাই। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি কিন্তু একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারিনি। আমি ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারাই নিহত হয়েছে গণতন্ত্রের জন্য তাদের সকলকে শ্রদ্ধা জানাই।
অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সনদ ঘোষণা করবেন। আজ জাতি আশা করে আজ তিনি নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবেন।