
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সম্মিলন আলোচনা সভা
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, চলতি মাসে শহীদদের হত্যার অনেকগুলো মামলার চার্জশীট দাখিল করা হবে। আমার কাজ জাস্টিস করা, অনেক নাম রয়েছে জড়িত না। সেগুলো যাচাই করা পুলিশের। অনেক মামলায় বাদি ঘটনাস্থল জড়িত লোক ছাড়াও আসামি করেছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সম্মিলন আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি বলেন, যখন মামলাগুলো নিয়ে কাজ করেছি অফিসে কাজ করতে পারেনি। যেভাবে গুলিতে শহীদ হয়েছে ভয়াবহ দৃশ্য বুকে কেঁপে যায়। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের পুলিশদের গালি দিবেন না। গালি এখন আর সহ্য হয় না। জেলা পুলিশের দায়িত্ব নিয়ে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সর্বত্র সুযোগ দিয়েছি। কেউ কোন কিছু চাইলে আমার এসপি নম্বর দিয়েছি, জানাবেন।