
ফাইল ছবি
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিলের ঘোষণায় গভীর রাতে সিদ্ধিরগঞ্জে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত বারোটার দিকে সিদ্ধিরগঞ্জে মিছিল বের করেন তারা।
এসময় সাগর জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কোন সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না। আমরা সাধারণ জনগণকে নিয়ে তাদের প্রতিহত করতে প্রস্তুত আছি।
এর আগে শুক্রবার রাত নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মশাল মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। ঢাকার আদলে নারায়ণগঞ্জেও শোডাউন করা হবে বলে সেই পোস্টে জানান তারা।